জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)
১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা করেন। পার্বত্য চট্টগ্রামে জুন্ম শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছাত্র জীবনেই তিনি পাহাড়ি ছাত্র সমিতির একজন নেতৃস্থানীয় সদস্য ছিলেন। ১৯৬১ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদান করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে তাঁর নেতৃত্বে চিটাংগাং হিল ট্রাক্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠিত হয়। ১৯৭০ খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন। তিনি জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে ১৭ সেপ্টেম্বর তাঁকে কারারুদ্ধ করা হয় এবং ১৯৮০ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারী বিনাশর্তে মুক্তি দেয়া হয়। তিনি ১৯৮৩ খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে আনুষ্ঠানিক সংলাপে জনসংহতি সমিতির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি জনসংহতি সমিতির সভাপতি হিসাবে পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর প্রদান করেন। তিনি ১৯৯৯ খ্রিস্টাব্দের ১২ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।